ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে প্রতিরক্ষা সমঝোতা বাতিল করবে

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ০৬:৪৯ পিএম


loading/img

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে হওয়া প্রতিরক্ষা সমঝোতা বাতিল করা হবে। বললেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন,  বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে সই হওয়া প্রতিরক্ষা সমঝোতা অগ্রহণযোগ্য হবে। এই সমঝোতায় দেশের মানুষের সমর্থন নেই। সরকার নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে এই চুক্তি করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী দিল্লির সঙ্গে ৩৬ চুক্তি করেছে। যার সবগুলো ভারতের স্বার্থে। প্রধানমন্ত্রী দেশের জন্য কিছুই নিয়ে আসতে পারেননি।বরং তিস্তার পানি আদায় করতে না পারার ব্যর্থতা নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, ভারত কখনোই বাংলাদেশকে তিস্তার পানি দেবে না। এজন্য বিএনপি ক্ষমতায় এলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতসহ বিভিন্ন ফোরামে যাবে। আওয়ামী লীগ জনপ্রতিনিধিত্বহীন সরকার বলেই জনগণের স্বার্থ না দেখে শুধু ক্ষমতায় টিকে থাকতে ভারতকে পাশে চাইছে।

বিজ্ঞাপন
Advertisement

এইচটি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |